মনোনয়নপত্র জমা দিলেন রাশেদ খান মেনন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ মঙ্গলবার সেগুন বাগিচায় ঢাকা জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মো. শাহজালাল উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও প্রধান নির্বাচন এজেন্ট কামরূল আহসান, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম বাবুলসহ আরো অনেকে।