ফজলে‌‌ ‌‌হোসেন‌‌ ‌‌বাদশা‌‌ ‌‌বঙ্গবন্ধু‌ ‌বিশ্ববিদ্যালয়‌ ‌হাসপাতালে‌ ‌চিকিৎসাধীন—ওয়ার্কার্স‌‌ ‌‌পার্টি‌

0

করোনা‌‌ ‌‌আক্রান্ত‌ ‌বাংলাদেশের‌‌ ‌‌ওর্য়াকার্স‌‌ ‌‌পার্টির‌‌ ‌‌সাধারণ‌‌ ‌‌সম্পাদক‌‌ ‌‌কমরেড‌‌ ফজলে‌‌ ‌‌হোসেন‌‌ ‌‌বাদশা‌ ‌এমপি‌ কে‌‌ ‌‌গতকাল‌ ‌‌‌রাজশাহী‌‌ ‌‌মেডিক্যাল‌‌ ‌‌কলেজ‌‌ হাসপাতালে‌‌ ‌‌গঠিত‌‌ মেডিক্যাল‌‌ বোর্ডের‌‌ ‌‌পরামর্শে‌ ‌আরো‌‌ ‌‌ভালো‌‌ চিকিৎসার‌ ‌জন্য‌‌ ‌‌ঢাকার‌‌ ‌‌বঙ্গবন্ধু‌‌ ‌‌মেডিক্যাল‌‌ ‌‌বিশ্ববিদ্যালয়ের‌‌ ‌‘‌কোভিড‌‌ বিভাগে‌’‌ ‌স্থানান্তর‌ ‌করা‌‌ ‌‌হয়েছে।‌‌ ‌‌পার্টির‌ ‌সভাপতি‌ ‌কমরেড‌ ‌রাশেদ‌ ‌খান‌ মেনন,‌ ‌কমরেড‌ ‌বাদশার‌‌ ‌‌শারীরিক‌ ‌অবস্থার‌ ‌খোঁজ‌ ‌নিতে‌ ‌গতকাল‌ ‌রাতে‌‌ ‌‌তাঁর‌ সাথে‌ ‌কথা‌ ‌বলেছেন।‌ ‌কমরেড‌ ‌বাদশা‌ ‌তাঁকে‌ ‌জানিয়েছে,‌ ‌‌বঙ্গবন্ধু‌\ বিশ্ববিদ্যালয়‌ ‌হাসপাতালে‌ ‌তাঁর‌ ‌বিভিন্ন‌ ‌‘ক্লিনিক্যাল‌ ‌পরিক্ষা’‌ ‌চলছে চিকিৎসকরা‌ ‌তাঁকে‌ ‌জানিয়েছেন‌ ‌তার‌ ‌শারীরিক‌ ‌অবস্থা‌ ‌স্থিতিশীল‌‌ ‌‌আছে‌‌ ,‌তাঁর‌‌ ‌‌অক্সিজেন‌‌ ‌‌সেচুরেশন‌‌ ‌‌মাত্রা‌‌ ‌‌এখনও‌‌ ‌‌স্বাভাবিক‌‌ ‌‌রয়েছে,‌ ‌এবং‌ ‌তিনি‌ ‌ভালো‌ আছেন।‌‌ ‌‌কমরেড‌ ‌মেনন‌ ‌জানিয়েছেন,‌ ‌কমরেড‌ ‌বাদশার‌ ‌চিকিৎসার‌ ‌বিষয়ে‌ ‌চিকিৎসকদের‌ ‌সাথে‌ ‌কথা‌ ‌বলবেন,‌ ‌আগামীকাল‌ ‌শনিবার‌ ‌তিনি‌ ‌কমরেড‌‌ বাদশার‌‌ ‌‌চিকিৎসার‌ ‌সর্বশেষ‌ ‌অবস্থা‌ ‌জানতে ‌‌চিকিৎসকদের‌ ‌সাথে‌ ‌কথা ‌বলবেন।‌ ‌এদিকে‌ ‌কমরেড‌ ‌বাদশার‌ ‌শারীরিক‌ ‌অবস্থার‌ ‌খোঁজ‌ ‌নিতে‌ ‌উদ্বিগ্ন‌ ‌১৪‌ দলের‌ ‌নেতা‌ ‌জাসদের‌ ‌সভাপতি‌ ‌জনাব‌ ‌হাসানুল‌ ‌হক‌ ‌ইনু, সাম্যবাদী‌ ‌দলের‌‌সাধারণ‌ ‌সম্পাদক‌ ‌কমরেড‌ ‌দিলিপ বড়ুয়া,‌ ‌বাংলাদেশ‌ ‌জাসদের সভাপতি‌ ‌জনাব‌ শরীফ‌ ‌নুরুল‌ ‌আম্বিয়া‌ ‌কমরেড‌ ‌বাদশার‌ ‌সাথে‌ ‌কথা‌ ‌বলে‌ ‌স্বাস্থ্যের‌ খোঁজ‌ ‌নিয়েছেন।

Share.