• ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রধান সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

0

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রধান সমন্বয়ক পুলিশের সাবেক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
আজ এক শোকবার্তায় তাঁরা বলেন, জনাব হান্নান অত্যন্ত সাহসিকতার সাথে নানামুখি চাপ উপেক্ষা করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিরোধী ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমান সংগ্রহ করে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার তদন্ত ও তদারকির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন। দেশবরেণ্য এই মানুষটির মহাপ্রয়ান জাতীর জন্য অপূরণীয় ক্ষতি। বিবৃতিতে তাঁরা প্রয়াত আব্দুল হান্নান খানের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সতীর্থদের সমবেদনা জানান।

Share.