• ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন

0

আজ ৮ এপ্রিল সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, মহানগর সদস্য কমরেড মামুন মোল্লা, যুব মৈত্রীর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম মিলটন, ২০ নং ওয়ার্ডের নেতা কমরেড হাসান প্রমুখ।

টিকা নেয়ার প্রতিক্রিয়ায় জননেতা মেনন বলেন, মানুষের মধ্যে ভয়- ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। বিশ^ব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। জনগণকে টিকা নেয়ার ক্ষেত্রে আরও বেশি মাত্রায় প্রচার- প্রচারণা চালাতে হবে। মেনন বলেন, টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার মাধ্যমে করোনা মোকাবিলা করা সম্ভব। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। আরও টিকা নেন তার স্ত্রী নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহসভাপতি কমরেড তাসলিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

Share.