• ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবি দিবসে মীরপুর বুদ্ধিজীবি স্মৃতিসৌধে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধার্ঘ্য

0

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলসামস বাহিনী নীল-নকশা অনুয়ায়ী বাঙ্গালি জাতির শ্রেষ্ট সন্তান বরেন্য শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙ্গালি জাতিকে মেধা শূন্য করতে চেয়েছিলো। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেনী পেশা ও সাধারণ মানুষের ঢল নেমেছিল মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সকাল ৮ঃ৩০ মিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ অর্পণ ও লাল সালাম জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড মোতাসিম বিল্লাহ সানি, ঢাকা মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ তৌহিদ, আব্দুল আহাদ মিনার, কমরেড রফিকুল ইসলাম সুজন প্রমুখ নেতৃবৃন্দ।

Share.