• ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কমরেড অধ্যাপক সরজিত সেন-এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড অধ্যাপক সরজিত সেন আজ ভোর ৫টায় নোয়াখালী মাইজদি শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন শাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। কমরেড সেন সমাজ বদলের লড়াইয়ে নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। কমরেড সেন আজীবন শোষণ বৈষম্যহীন একটি সাম্যবাদী সমাজ বদলের সামিল ছিলেন। একজন নিবেদিত প্রাণ বিপ্লবীর প্রয়াণে ওয়ার্কার্স পার্টির পরিবারের অপুরনীয় ক্ষতি যা পুরন হবার নয়। তিনি লক্ষীপুর জনতা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share.