• ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

“নদী বাঁচাও দেশ বাঁচাও” “তিস্তা বাঁচাও মানুষ বাঁচাও” ———————-ওয়ার্কার্স পার্টি, কুষ্টিয়া

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে রংপুর, কুড়িগ্রাম, নিলফামারি, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার তিস্তা অববাহিকায় স্মরণ কালের বৃহৎ ২৩০ কিলোমিটার মানব বন্ধন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে সারাদেশের মত কুষ্টিয়াতে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় শহরস্থ ৪রাস্তা বকচর মোড়ে। জেলা সভাপতি কমরেড ফজলুল হক বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য জননেতা কমরেড নুর আহমদ বকুল, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারন সম্পাদক কমরেড হাফিজ সরকার, শহর শাখার সাধারন সম্পাদক কমরেড সোহেল রানা, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি কমরেড এসরারুল হক ও সাধারণ সম্পাদক কমরেড লুতফুল হক পাপ্পানা , যুবমৈত্রী’র জেলা সাধারন সম্পাদক জাহিদুর রহমান, জেলা ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান শিশির প্রমুখ।
সকাল সাড়ে দশটায় পার্টির কালাপুর, কয়া, মমনোহরপুর, কুষ্টিয়া শহর, জুনিয়াদহ, গাছেরদিয়াড়, ক্ষেমিরদিয়ার দৌলতখালি,শিতলাপাড়া ও মথুরাপুর অচঞ্চল থেকে প্রায় তিনশতাধিক নেতৃস্থানীয় নেতা কর্মী করাটাইখানাস্থ পার্টি অফিসের সামনে সমবেত হয়ে পদযাত্রার মাধ্যমে মানব বন্ধন-সমাবেশে অংশ গ্রহন করে। মানব বন্ধন শেষে একটি বর্নাঢ্য মিছিল শহরের প্রধান সড়ক এন এস রোড প্রদক্ষিণ করে। কর্মসূচি পালন শেষে জেলা সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল ও জেলা সাধারন সম্পাদক কমরেড হাফিজ সরকার সহ পাঁচ সদস্যদের একটি টিম কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে চার দফা দাবী সম্বলিত স্মারক প্রদান করে।

Share.