• ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর মতো বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতায় নিজস্ব অর্থায়নে ” তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি রংপুর জেলা পার্টির

0

মানুষের জন্য নদী’ বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্যকে ধারণ করে রংপুর জেলা ওয়ার্কার্স পার্টি ২৭ সেপ্টেম্বর সোমবার রংপুরের গংগাচড়া উপজেলার গোডাউনের বাজার লাগোয়া তিস্তা পাড়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত ” নদী দিবস” কর্মসূচি’র অংশ হিসেবে রংপুর জেলা ওয়ার্কার্স পার্টি বেলা ১১ টায় সেখানে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পার্টির সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অশোক সরকার, সম্মানিত অতিথি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান সংহতি জানিয়ে বক্তৃতা করেন।অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা নেতা মাহমুদ আলম,রুহিনি বর্মণ,জাতীয় কৃষক সমিতির রংপুর জেলা সাধারণ সম্পাদক জহুরুল হক, যুব মৈত্রী জেলা নেতা আশরাফুল ইসলামসহ স্হানীয় নেতৃবন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড অশোক সরকার বলেন,উত্তরাঞ্চলের জীবনধারা তিস্তা।তিস্তা নদীকে,তিস্তার শাখা- উপনদী- প্রশাখাকে দখলমুক্ত ও সুরক্ষা করা এখন সময়ের দাবি।তিস্তাসহ তিস্তার শাখা নদী দখল হচ্ছে।দখলকৃত নদীতে গড়ে উঠছে অবৈধ স্হাপনা।গোটা দেশেই চলছে নদী দখল ও বালু-পাথর উত্তোলনের মহোৎসব।নদী থেকে অবৈধ বালু মহাল উচ্ছেদ,দখলকারীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন,নদী রক্ষার আন্দোলনে সব রাজনৈতিক সামাজিক শক্তিকে এগিয়ে আসতে হবে। কালক্ষেপণ না করে তিনি পদ্মা সেতুর আদলে নিজস্ব অর্থায়নে বিঙানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন,অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন,তিস্তা নদীতে সারা বছরের পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ,তিস্তা নদীর শাখা-প্রশাখাগুলোর সঙ্গে তিস্তার পূর্বেকার সংযোগ স্হাপন এবং নদীর উপর সব অবৈধ স্হাপনা উচ্ছেদ করে নৌ চলাচল পুনরায় চালু, কৃষি ও কৃষকের স্বার্থ সুরক্ষা সহ ৬ দফা বাস্তবায়নের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।সমাবেশে ওয়ার্কার্স পার্টির জেলা নেতা মাহমুদ আলম তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ঘোষিত ১৫ নভেম্বর কাউনিয়া অভিমুখি ” তিস্তা লং মার্চ” কর্মসূচীর প্রতি সমর্থন জানান।

Share.